আশা করি ভালো আছো। তোমার সাথে আমার প্রথম পরিচয় ২০১৮ সালের ৮ ই জুন দুপুর ৩ টা ৩২ মিনিট ১৫ সেকেন্ডে। তখনই তোমাকে আমার খুব ভালো লেগেছে কিন্তু সাহস করে বলতে পারি নাই ভাবছিলাম কোনো একদিন বলবো।তুমি অনেক রাগি। তোমার কেয়ার করা শাসন করা আমার খুব ভালো লাগে বিশেষ করে তোমার দুইটা ডিম্পল। তোমার হাসির উপর আমি ক্রাশিত। তোমার খোচা খোচা দাড়ী আমার খুব ভালো লাগে।জানি তুমি একজনকে খুব ভালোবাসো কিন্তু যে তোমাকে চাই না তাকে তুমি চাইবা কেন একটু বুঝো মানুষের ব্যাপারটা। বোন বানাইছো ঠিক আছে তবুও কথা বলো না ভাব নাও অনেক। যাই হোক আর কিছু বলবো না তোমার ব্যাপারে।
তুমি আমার ভালোবাসা। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইনশাল্লাহ একদিন তোমায় পাবো সবসময় হাসি খুশি থাকো আর রাগটা কমাইও পারলে ।
ভালোবাসি তোমায় এবং সারাজীবন তোমাকেই ভালোবাসবো