To:Afrina Mouri
প্রিয় সৈ.আ.মৌ.মি(সৈয়দা আফরিনা মৌরি মিশু),
#Batch Name:S.S.C 2021
#School Name:DGGHS
আশা করি ভালোই আছো।আমিও আছি বেশ।আমার সমবয়সীদের উপর ক্রাশ খেতে বিরক্ত লাগে।তবে তুমি তার ব্যাতিক্রম।আমার দেখা রূপবতীদের মধ্যে তুমি একজন যার সাথে আমি একই ক্লাসে পড়ি।তোমার রুপের আগুনে আমি জ্বলেপুড়ে ছারখার হয়ে গিয়েছিলাম।তোমাকে তো আমি কখনো সরাসরি দেখিনি কিন্তু প্রতিনিয়ত তোমার ছবি দেখে আমি তোমার সাথে কল্পনায় হারিয়ে যাই।মনটা ফাঁকা রেখেছিলাম, উদ্দেশ্য ছিল ফাঁকাই রাখব। কিনতু পারলাম না।হঠাৎ তুমি জায়গা করে নিলে।
এবার মূল ঘটনায় আসি।সময়টা এস.এস.সি পরীক্ষার আগে,ফেসবুকে তোমাদের র্যাগডে এর ভিডিওটা আমার চোখে পরে।স্বভাবই প্রথম দেখায় তোমার উপরে ক্রাশ খাইনি আমি।বরং তোমাদের উপরে বিরক্ত হইছিলাম।তবে ফটোগ্রাফীর পেজ এ তোমার ছবি দেখে শেষমেশ আমার ক্রাশ না খেয়ে আর কোনো উপায় ছিলো না।অত:পর ভালোবাসার টানে আমি এগিয়ে যেতে থাকি কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরীক্ষা। রীতিমতো পরীক্ষা শেষে আবার তোমার সম্পর্কে খোঁজ নিতে শুরু করি।ও আরেকটা কথা আমার গ্রামের বাসা দিনাজপুরে তাই দিনাজপুরের মেয়েদের প্রতি বিশেষ টান অনুভব করি। এরই ধারাবাহিকতায় তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও আমি সফল হইনি।প্রথমে কষ্ট পেলেও পরে আমি নিজেকে সান্ত্বনা দেই।ভাবতে থাকি তুমি অন্য কারোর বাগানের মৌরিফুল,আমি শত চেষ্টা করলেও আমার করে নিতে পারবো না।
অবশেষে শুধু এতটুকু বলতে চাই,
আমি তোমাকে আবেগ দিয়ে নয় মন দিয়ে, হৃদয়ের মণিকোঠা থেকে ভালবাসি ।প্রণয়িনী হিসেবে না হলেও তো বান্ধবী হিসেবে ভালোবাসতে পারি।
যদি কখনও এই অচেনা লেখা তোমার দৃষ্টি কেড়ে নেয় আমার জন্য একটু সময় বেছে নিও তোমার নিঃসঙ্গতায়।
যেখানে থেকো ভালো থেকো এই প্রত্যাশা রইলো আমার।
ইতি তোমার শুভাকাঙ্ক্ষী,
তাসিন