তোমাকে দেখেতো অনেক রাগী রাগী মনে হয়!😡😡😡
তবে মুচকি মুচকি হাসো বোধহয়,😊😊😊
তোমার সাথে দেখা হয়েছে কম আবার কথাও বলিনি কোনদিন।
তবে তোমার অনেক গল্প শুনেছি অন্যের কাছে।
অন্যের মুখে তোমার গল্প শুনেই আমি তোমার প্রেমে পড়ে যাই, তবে প্রথম দেখা হয়েছিল হঠাৎ করেই এক বান্ধবীর মাধ্যমে।
তখন ওতোটা মনে লাগেনি তবে এখন সবসময় তোমার কথাই ভাবি।
তুমি নাকি অনেক ভালোবাসতে জানো,
অনেক না আমাকে একটু ভালোবাসলেই চলবে।
তোমার একটু ভালোবাসায় আমার কাছে অনেক কিছু।
তোমাকে আমি খুব ভালোভাবেই চিনি,
হয়তো তুমিই আমাকে চিনোনা।
খুব তাড়াতাড়ি খুঁজে নেবে আমাকে মিস্টার।।।
ইতি
তোমার প্রজাপতি ❤❤❤