তোমাকে অনেকদিন আগে দেখেছি চার রাস্তার মোড়ে দোতলায় কিছু ছেলেদের সাথে দাঁড়িয়ে থাকতে। এটা প্রথম দেখা ছিলো না আগেও বেশ কয়েকবার দেখেছি , কিন্তু সেবার তোমার উসকো খুসকো চুল আর বাকা হাসিটা আমার নজর কেড়েছিলো। কেন জানিনা চোখ ফেরাতে পারছিলাম না। হয়তো ভালোবেসে ফেলেছি তোমায়। জানি তোমার গার্লফ্রেন্ড আছে তবুও তোমাকে ভালোবাসি। একতরফা ভালোবাসা টাই থাক। আর দোয়া করি যেখানেই থাকো ভালো থাকো। 💛অর্ধেক সৌন্দর্য আপনার চেহারাতে । একদিন রাস্তা দিয়ে দেখি একটা মেয়ে যাচ্ছে হঠাৎ তার চেহারার দিকে চোখটা পড়ে গেলে,বলে নাহ প্রথম দেখাই প্রেমে পড়ে যাওয়া আমার একই হয়েছিল🥰 হ্যা সেটা আপনিই ছিলেন। আপনি না আসলে মনটা খারাপ হয়ে যেত। আপনার ফোলা ফোলা ঠোঁট আর চোখের চাহনি দেখে কবি হতে মন চাইতো। আপনার চুল গুলো কখনো দেখা হইনি, কি একটা যাদু ছিল আপনার চোখে।একবার দেখে মনটা ভোরতো না, তাই তো প্রতিদিন আপনার স্কুলের শুরুর আগে ও স্কুল ছুটি শেষে, আমার হাজারো দরকারি কাজ ফেলে রেখে আপনাকে দেখতে রাস্তায় এসে দাড়িয়ে থাকতাম😊
আমি আপনার চেয়ে বছর দুয়েক এর বড় হব। খুব ভালোবাসি আপনাকে, মাঝে মাঝে ভাবি , আপনি চাকরি করবেন আর আমি রান্না বান্না, ঘর বাড়ি গোছাবো, ছোট একটা ঘড়ে, ছোট একটা ব্যালকুনি, সামান্য কয়েকটা শহুরে লতাপাতা। আপনার হাতে এক কাপ রং চা, সেই চিরচেনা খোলা চুল, ঝিরিঝিরি বাতাস।আমার হাতে একটা কাঠ পেন্সিল আর একটা ডায়েরি।বহুবার কাটাকাটি করে লেখা কবিতা
আপু আপনি তো নারী অধিকারে কথা বলেন।আসুন না কোন শুক্রবার আপনার বন্ধের দিনে ছোট সেই বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সমস্ত এলাকা ঘুরে ঠিক সন্ধ্যা নামার আগে অপরাজেয় বাংলায় একটা সেলফি তুলে বাড়ি ফিরি।
আপনার চোখে চোখ আর ঠোঁটে ঠট রেখে থাকতে চাই সারাজীবন এর জন্য,কখনো হারাতে চাইনাহ আমি আপনাকে।
জানিনাহ পোস্টটা আপনি কখনো দেখতে পারবেন নাকি😒 যদি দেখে থাকেন তাহলে যেনে রাখেন আপনার জন্য বেঁচে থাকা অবদি সবসময় আছি।
আপনার সুস্থতা কামনা করি। আপনি আপনার মতোই মুখটা বেধে চোখটা খোলা রাইখেন প্লিজ। আপনার চোখ দেখলে মনে হয় সব গ্রহের সৌন্দর্য পৃথিবীতেই বিদ্যমান
ইতি
তোমারই অপেক্ষাতে থাকা কোনো একজন মানুষ