পৃথিবী ভর্তি এতো এতো সুদর্শন নারী , কিন্তু আমার শুধু তোমারেই ভাল্লাগে। তুমি হয়ত পৃথিবীর সবথেকে সুদর্শন নারী না। কিন্তু আমি অন্য কারো দিকে তাকালে এতোটা মুগ্ধ হইনা, প্রেমে পরিনা। আমার খুব অপ্রিয় রঙ গায়ে মোড়ালেও তোমার দিক থেকে আমি চোখ ফেরাতে পারিনা।
তোমাকে ভালোবাসার পর থাইকা অন্য কাউকে চোখের দেখায় ভালো লাগলেও এই মুগ্ধতা আসেনা।
আমাদের কথা হয়না...দেখা হয় না।
তারপরও তোমারে আমি চাইলেও ভুলতে পারি না।
তুমি আছো প্রতিটা মূহুর্তে চাইলেও তোমারে ভুলে থাকতে পারি না।❤️
সত্যিই ভালোবাসা সুন্দর।🌸
বিষাদটোনে জীবন রোমান্টিক😊
ভালোবাসি তোমাকেই 🌸❤️