মিরা ( ফ্লোরিন) Applied chemistry and Chemical Engineering
মিরা।
ভালোবাসার মাস চলছে যদিও এগুলা আমি মানি না তবে দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্য আজ আমার মনের কথা বলতে এসেছি তোমায়।
তোমাকে প্রথম যখন দেখেছিলাম তোমার হাসিটা আমার রিদয় কাবু করে ফেলেছিল। তোমাকে দেখার পর যত বার ইবলিশ এ গিয়েছি তত বার শুধু তোমাকেই অনুভব করেছি। মিরা তুমি কি জানো তোমার কথা গুলা কেমন একটা মায়া জন্মায় মনে!! পৃথিবীর সর্বোচ্চ মিষ্টতাও তোমার মিষ্ট ভাবটার কাছে হার মানতে বাধ্য।
কেমিস্টদের ভাষায় তুমি আমাকে পোলারায়িত করে ফেলেছ মিরা। তুমি আমার O2( অক্সিজেন) বাকি মেয়ে সব H2S
তুমি আমার অ্যানায়ন। জানি অনেক বড় বড় ক্যাটায়ন তোমাকে আকৃষ্ট করতে চায়। বাট আমি যে আকারে ছোট ক্যাটায়ন। 😏
ভেবেছিলাম সারাজীবন Xe ( জেনন ) এর মতোন নিষক্রিয় হয়ে থাকব। কোনো মেয়ের কথা ভাবিনি।
বাট তুমি আমার জীবনে F (ফ্লোরিন) হয়েই এলে!!!
তুমি নিঊটন এর সূত্রটাকেও ভুল প্রমান করলে মিরা!!🙂
প্রত্যেক ত্রিয়া এর সমান প্রতিক্রিয়া হবার কথা। কিন্তু তোমার সৌন্দর্যের ক্রিয়া দেখার পর আমার প্রতিক্রিয়া,F= infinite (আমি অসীমে হারিয়ে গেছি🙂)
অসীম এ সারাজীবন হারিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তুমি আবার আমার জীবনে ব্লাক হোল হয়ে এলে!!! এখন যে আমি তোমার মধ্যেই হরিয়ে গেছি!!🙂
মিরা তুমি আমার খুজে পাওয়া হিরা। 😍
কথা দিচ্ছি C (কার্বন) এর মতন 2,3,4টা H ( হাইড্রোজেন) এর সাথে জড়াবোনা।
গ্রুপ-১ ( Li,Na,K,Rb)এর মতো শশক্তিশালী আয়নিক বন্ধন এ আবদ্দ করে রাখব তোমায়।🥰