Crush |
তুমি ভাবছো তোমার এত আগের পিকগুলো আমি কোথায় পেলাম।।এত ভেবোনা এই তিন বছর ধরে তোমার পিছনে এভাবেই ঘুরছে। হাজার চেষ্টা করে তোমাকে বোঝাতে পারিনি ভালোবাসি।। হ্যাঁ হয়তো ভালোবাসা মুখে প্রকাশ করা যায় না কিন্তু তোমাকে যতবারই বোঝাতে গিয়েছে তুমি ততবারই কথা ঘুরিয়ে অন্যদিকে চলে গিয়েছো। হ্যাঁ আজ হয়তো আমি তোমার ব্লকলিস্টে ঠিকে আছে কিন্তু তুমি এখনো আমার মনের মধ্যে আছো এ মনের ভেতর আছো আর সারা জীবন থাকবে। তোমাকে হয়তো ছুঁয়ে দেখিনি কিন্তু ভালোবাসা অপূর্ণতায় জন্য। একদিন হয়তো বুঝবে ভালোবাসা কিন্তু থাকবো না হয়তবা আমি তাহলে তখন বুঝে লাভ কি বল এত শত চেষ্টার পরও যদি আমি তোমাকে বুঝাতে না পারি তাহলে জীবনে আমি কি করেছি। সারা রাত দিনের পর দিন তোমার কথা ভাবতে ভাবতেই দিন কাটে আমার আমার রুমটা যদি একবার ঘুরে দেখতে তোমার নাম তোমার ছবিতে পূর্ণতা পেত। সবসময় এভাবে দূর থেকেই ভালবেসে যাব যদি কখনো কোনো সমস্যা হয় বিপদে সবসময় আমাকে পাশে পাবে।জানি হয়তো বা কখনো তোমার সামনে যেয়ে বলতে পারবো না কিন্তু এখনও বলছি অনেক বেশি ভালোবাসি তোমাকে তুমি সত্যিই অনেক শখের একটা জিনিস আমার। ❣️
ভালো থেকো সবসময় এটাই দোয়া করি।🌹হ্যাঁ গোলাপ তোমার অনেক প্রিয় আমি জানি একদিন একশটা গোলাপ নিয়ে তোমার বাসায় যাব আমার বিয়ের প্রস্তাব দিতে সেদিন তুমি হাজার চেষ্টা করলেও না করতে পারবে না আমি জানি শুধু তোমার আমার হওয়া লাগবেই।