জানি না।
ডিপার্টমেন্ট: জানি না।
সেশন: জানি না।
এই যে কে আপনি? আপনাকে আজ ষোলোশহর স্টেশনে ৮.৩০ এর দিকে দেখেছিলাম। প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গিয়েছি। আজ আমি নিজেকে বিনা কারনে হাসতে দেখলাম। তারপর বুঝতে পারলাম আমি আপনাকে নিয়ে ভাবছিলাম। শাড়িতে আপনাকে সত্যিই অসাধারণ লাগছিলো। আপনার হাসিতে একটা অদ্ভুত নেশা আছে যা বার বার দেখতে ইচ্ছা করে।
আপনার চোখ দুটি দেখে ইচ্ছে হচ্ছিলো যে আমি আপনার ঐ চোখের মধ্যে নিমজ্জিত হয়ে থাকি। মনে হচ্ছিলো যে আপনার চোখের গভীরতা খুঁজতেই আমার কয়েক যুগ পার হয়ে যাবে। এক কথায় আপনি অসাধারণ। আপনার জন্য যত বলবো তত কম । আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি আপনার ভালোবাসা নিবো বলে। বিনিময়ে একটা হৃদয় আপনাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়।
ইতি: দূর থেকে প্রেমে পড়া কেউ।