১৭ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যার পর কামরুজ্জামান পার্কে হলুদ থ্রি-পিচ পরা মেয়েটা।
To: ১৭ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যার পর কামরুজ্জামান পার্কে কালো সোয়েটার + চোখে চশমা পরা ছেলেটা।
Hi.....😊
জানিনা আপনি কে? আপনি আমার কাছে একদম অপরিচিত একজন মানুষ। পার্কে যখন খুব বিরক্তিকর একটা সময় পার করছিলাম, তখন হঠাৎই আপনার দিকে চোখ পরলো। আপনার ওপর আমার চোখ আঁটকে যাওয়ার কারণ ছিলো আপনার গেটআপ। I mean, আমার পছন্দের রং কালো, আর আপনি কালো রঙেরই সোয়েটার পরে ছিলেন। আপনার প্রত্যেকটা লুকিং আমার মনে আছে।আমি যখন কেবলকার এ যাচ্ছিলাম, ঠিক সেই সময়ই আপনিও পার্ক থেকে বেরিয়ে কেবলকার এর সাথে সাথেই হাটছিলেন। ব্যাপার টা বেশ ভালো লেগেছে আমার😇😇😇
এটাকে আসলে কি বলে আমার জানা নেই। শুধু এতো টুকুই জানি যে, আপনার সাথে পরিচিত হতে চাই, কথা বলতে চাই😊😊😊
পবলিক প্লেসে আর বেশি কিছু বলবো না। যদি কখনো খুঁজে পাই তো তখন বলবো😊😊😊
ইতি,
অনুপম রয়ের, "এখন অনেক রাত" গান গাওয়া মেয়েটা