ফ্রেন্ডলিস্টের কেউ )
To : Tanjuma Afrin Tuly 🖤
Batch : 2019 H.S.C batch (Ex student of This college)
কি নামে ডেকে বলবো তোমাকে 😊
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে 😕
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে
যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে
কি করি ভেবে যে মরি বলবে কি লোকে
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে 😕
আপনাকে আমি ছোটবেলা থেকেই জানি ক্লাসের ব্যবধান ছিলো, হঠাৎ একদিন কই চলে গেলেন আর খোজ খবর নাই মিস করতাম অনেক । 😴 প্রাইমারির গন্ডি পেরিয়ে যখন হাইস্কুলে ভর্তি হলাম হঠাৎ আপনাকে একদিন স্কুলে দেখলাম। সত্যি সেদিন যে কতটা পরিমান ভালো লাগছিল বলে বুঝানোর ক্ষমতা নেই আমার, ওইযে প্রথমেই বলছি ক্লাস গ্যাপ ছিলো আপনার আর আমার মাঝে। সে বছর আমি সপ্তম শ্রেনিতে আর আপনি বিদায়ী ব্যাচ। তারপর ওইযে আবার হারিয়ে গেলেন গেলেন ই। অনেক চেষ্টা করছি আপানকে খুজে বের করার, কিন্তু পাইনি ফেইসবুক,ইনস্টাগ্রাম, টুইটার সব কিছুতে ট্রাই করছি পাইনি। হঠাৎ একদিন ইনস্টা থেকে নোটিফিকেশন আসে যে You may know Mrittika Afrin Tuly এমন। সাথে সাথে ঢুকলাম, পেয়ে গেলাম আপনার আইডি, একাউন্ট প্রাইভেট ছিলো না তাই বুঝতে অসুবিধা হয়নি, অনেকটা পরিবর্তন দেখলাম। অনেক লম্বা হয়ে গেছেন, গালে অবশ্য টোল আগে থেকেই পড়তো। সত্যি সেদিন মহাখুশি ছিলাম, বারবার হারিয়ে যান, 😔
সত্যি আপনাকে অনেক ভালোবাসি, জানিনা বলাটা ঠিক হলো কি না, কারণ জুনিয়র আপনার, কনফো এর মাধ্যমে বলে দিলাম। আর হ্যাঁ যেখানেই থাকবেন ভালো থাকবেন। জীবনে অনেক বড় হন এইটাই আশা করি, আর হ্যাঁ আবার নিখোঁজ হবেন না 😴, আর হ্যাঁ আপনাকে শাড়িতে খুব সুন্দর লাগে 🖤
আপনাকে দেখলে মনে হয়, নাহ এখনও এই দেশে ক্লাসিক্যাল মানুষ আছে। আকাশি রং এর শাড়িতে সুন্দর লাগে আপনাকে।
ইতি টানলাম গল্পের, ভালো থাকবেন কিন্তু 😊